parbattanews

রোয়াংছড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা

বান্দরবানের রোয়াংছড়ি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা ও আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বানাথ তঞ্চঙ্গ্যাসহ ৩জনের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

বুধবার (১ জুলাই) রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা উপস্থিতিতে উপজেলা পরিষদের প্রাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সামাজিক দূরত্ব বজায় রেখে ৭৯টি পরিবারে মাঝে প্রত্যেকের ২হাজার করে বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, ১নং রোয়াংছড়ি ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উথোয়াইচিং মারমা, ৩নং আক্ষ্যেং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ও নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা উপস্থিত ছিলেন।

এছাড়া নোয়াপতং ইউপি চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা এর ব্যক্তিগত পক্ষ থেকেও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

সহায়তা প্রদানের সময় উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা ও নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন, করোনা প্রদুর্ভাব মোকাবেলায় অসহায় ও গরিব কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণে অব্যাত রেখেছে।

এই অগ্নিকাণ্ডে যারা কবলিত হয়েছে তাদেরকেও ত্রাণ ও সহায়তায় প্রদানের প্রচেষ্টার অব্যাহত থাববে।

Exit mobile version