parbattanews

রোয়াংছড়ি আলেক্ষ্যং ইউনিয়নে জাতীয় ম্যালরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ওরিয়েন্টেশন

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলা বেসরকারি সংস্থা ঘরনী কর্তৃক আয়োজিত জাতীয় ম্যালরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ৩নং আলেক্ষ্যং ইউনিয়নে বটতলী এলাকার ভাঙ্গামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এর অনুষ্ঠানে ঘরনীতে কর্মরত সহকারী কর্মকর্তা মো. জামাল উদ্দিন উপস্থাপনায় সভাপতিত্ব করেন অত্র প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুকোমল সেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউনিয়নে ৯নং ওয়ার্ডের মেম্বার ভারতসেন তঞ্চঙ্গ্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ব্যাংক ম্যানোজার ও সমন্বয়ক মো. শাহিন ইসলাম, ঘরনী ম্যানেজার মোফিজুর রহমান, আলেক্ষ্যং ইউপির ৮নং ওয়র্ডে সদস্য ইনঞ্জয় তঞ্চঙ্গ্যা, সংরক্ষিত মহিলা সদস্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এতে প্রধান অতিথি বক্তব্যে বলেন, সরকারের নির্দেশ মোতাবেক বেসরকারি সংস্থা ঘরনী ও নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সরকারের পাশা পাশি দেশের নাগরিকদের প্রতি বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে যাচ্ছেন। শুধু তাই নয় ম্যালরিয়া নির্মূল্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ বেসরকারি প্রতিষ্ঠানগুলো। জাতীয় ম্যালরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ওরিয়েন্টেশনে মাধ্যমে স্বস্ব এলাকার প্রতিবেশিদের পরামর্শে দানে সহায়তা করার আহ্বান জানান।

Exit mobile version