parbattanews

রোয়াংছড়ি কলেজে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ

r, college copy

রোয়াংছড়ি প্রতিনিধি:

রোয়াংছড়ি কলেজে একাদশ শ্রেণি ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে কলেজ সাংগঠনিক কমিটি’র আহবায়ক হ্লাথোয়াইহ্রী মারমা কমিটি’র পক্ষ থেকে এ বইগুলি বিতরণ করেন।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনন্দসেন তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে পাঠ্য বই বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মাস্টার মংপু মারমা।

বই বিতরণী অনুষ্ঠানে কলেজের প্রভাষক, ছাত্রছাত্রী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আনন্দসেন তঞ্চঙ্গ্যা বলেন, কলেজ সাংগঠনিক কমিটি’র পক্ষ থেকে ২১ জন শিক্ষার্থীকে বিনামূল্যে একসেট করে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। এই মহতি উদ্যোগ গ্রহণের জন্য তিনি কলেজ সাংগঠনিক কমিটিকে কৃতজ্ঞতা জানান। কলেজে পাঠ দানে পাশ্বা পাশ্বি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আর্ন্তজাতিকমানে পাঠ দানের জন্যে পৃথকভাবে ক্লাশ নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

Exit mobile version