parbattanews

র‌্যাঙ্কিং কমলেও সরাসরি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ

পার্বত্যনিউজ ডেস্ক:

চ্যাম্পিয়নস ট্রফিতে কে কাকে পেছনে ফেলবে এনিয়ে চলে তীব্র প্রতিদ্বন্দ্বীতা। বিশেষ করে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান এ তিন দলের আসনটা উথান-পতনের মধ্যে দিয়েই গেছে। চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল জিতে যে ছয় নম্বরে গেলো পাকিস্তান এতে করে আরেকবার র‌্যাংকিংয়ে পেছালো বাংলাদেশ। এখন সাত নম্বরে তাদের অবস্থান। তাতে অবশ্য চিন্তার কারণ নেই বাংলাদেশের।

কারণ আইসিসির নিয়ম অনুযায়ী ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা ৮টি দল সরাসরি অংশ নেবে বিশ্বকাপে। বাকি দুই দলকে খেলতে হবে বাছাইপর্ব। ওই দিনক্ষণের আগে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের কোনো ওয়ানডে সিরিজ নেই।

এর আগে ছয় নম্বর নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির আসর শুরু করে বাংলাদেশ। আর একই জায়গায় থেকেই আসর শেষ করেছিল মাশরাফিরা। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে ভারতের বিপক্ষে হারের পর এক রেটিং পয়েন্ট কমে যায় বাংলাদেশের। তাতেই পেয়ে বসে সাতে নামার শঙ্কা। শেষমেশ পাকিস্তান চ্যাম্পিয়ন হওয়ায় আবারও সাতে নেমে যায় বাংলাদেশ।

Exit mobile version