parbattanews

র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিশ্ব যক্ষ্ণা দিবস পালিত

Khagrachhari world tuberculosis day observed Photo (03)       24-03-2016

নিজস্ব প্রতিনিধি:

‘ঐক্যবন্ধ হলে সবে, যক্ষ্ণামুক্ত দেশ হবে’ এ শ্লোগানে খাগড়াছড়ি পার্বত্য জেলায় বিশ্ব যক্ষ্ণা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ নাটাব ও ব্র্যাকের সহযোগিতায় শহরে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. নিশিত নন্দি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সিনিয়র সহকারী পুলিশ সুপার রইছ উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাব ও নাটাবের সভাপতি জীতেন বড়ুয়া, খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. নয়নময় ত্রিপুরা ও ব্র্যাকের প্রতিনিধি রুপম চাকমা বক্তব্য রাখেন।

বক্তারা সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে যক্ষ্ণামুক্ত দেশ গড়তে সকলকে ভূমিকা রাখার আহবান জানান।

Exit mobile version