parbattanews

লংগদুতে অবৈধ স’মিল জব্দ করেছে বন বিভাগ

লংগদু  প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলার গাঁথাছড়া এলাকা থেকে অবৈধভাবে গড়ে তোলা একটি স’মিল বন্ধ করে সকল যন্ত্রপাতি জব্দ করেছে পাবলাখালী রেঞ্জের বন বিভাগের লোকজন।

বন বিভাগের সূত্র জানায়, উপজেলার গাঁথাছড়া গোধারাঘাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে স’মিল (করাত কল) বসিয়ে মূল্যবান জাতীয় কাঠ চিরাই করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে পাবলাখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও মাইনীমুখ চেক স্টেশন অফিসার জিএম আলমগীর হোসেন এর নেতৃত্বে বনবিভাগের অন্যান্য সদস্যদের নিয়ে ঐএলাকায় অভিযান চালিয়ে স’মিলের সকল যন্ত্রপাতি ও কাঠ জব্দ করা হয়। এসময় স’মিলের মালিকানা দাবিদার হিসেবে সেখানে কেউ উপস্থিত না থাকায় কাউকে আটক করা যায়নি।

আটককৃত স’মিলের যন্ত্রপাতি বনবিভাগের মাইনীমুখ চেক স্টেশনে রাখা হয়েছে।

পাবলাখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জিএম আলমগীর হোসেন আরও জানান, বনবিভাগের আইনে অবৈধ স’মিল(করাতকল)স্থাপনা ও মূল্যবান জাতীয় কাঠ ধ্বংস করার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। ওই কর্মকর্তা আরও জানান, অবৈধ স’মিল জব্দের জন্য বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

Exit mobile version