parbattanews

লংগদুতে এক গাঁজা ব্যবসায়ী আটক

রাঙামাটির লংগদু উপজেলায় গাঁজা বিক্রয়কালে লংগদু থানা পুলিশের অভিযানে মুরিদুল আলম ওরফে মুরাদ (৪৭) নামে একগাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজার সংলগ্ন জৈনক ইউনুছ মিয়ার বাড়ির সামনে রাস্তা থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

লংগদু থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নির্দিষ্ট স্থানে মারিদুল থেকে গাঁজা লেনদেন করছে কয়েকজন লোক। এমন সংবাদের ভিত্তিতে লংগদু থানার এস আই আব্দুল খালেক, এস আই জুমায়েত হোসেন জুয়েল, এস আই বাদশা বুলবুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। এসময় তল্লাশি চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ১নং ওয়ার্ড বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা।

লংগদু থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, সে দীর্ঘ দিন যাবত মাদক দ্রব্যর সাথে জড়িয়ে গোপনে ব্যবসা করে আসছে। লংগদু থানা পুলিশের অভিযানে সে মাদকসহ গ্রেফতার হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Exit mobile version