parbattanews

লংগদুতে গাঁজা ও নেশাজাতীয় ঔষধসহ মহিলা আটক

লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে একটি বাসাবাড়ি থেকে ১কেজি গাঁজা, নেশাজাতীয় বিভিন্ন ঔষধ, সিরিঞ্জ-সহ এক মহিলাকে আটক করেছে যৌথ বাহিনী।

আটককৃত মহিলার নাম জরিনা বেগম(৫০)। সে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের বাইট্টাপাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী। পরে তাকে লংগদু থানায় সৌপর্দ করা হয়।

জোন সূত্র ও থানা সূত্র জানায়, লংগদু সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি দল দুপুর একটার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাইট্টাপাড়া এলাকায় বেসরকারি এনজিও সংস্থা আশা অফিসের পাশে মৃতঃ আব্দুল কুদ্দুছের বাড়িতে তল্লাসী চালিয়ে থেকে ১কেজি গাঁজা, নেশাজাতীয় বিভিন্ন ঔষধ, সিরিঞ্জ উদ্ধার করেছে। মাদক দ্রব্য ব্যবসার দায়ে ওই বাড়ির কর্তা মৃত কুদ্দুছের স্ত্রী জরিনা বেগম(৫০) আটক করা হয়।

লংগদু থানার এস আই মো. বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত জরিনা বেগম গোপনে অনেক দিন ধরে এই নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা করে আসছিল। আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ সংশোধ আইনে মামলা করা হয়েছে। বুধবার(১২ ডিসেম্বর) সকালে মাদক বিক্রেতা জরিনা বেগমকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

Exit mobile version