parbattanews

লংগদুতে গাঁথাছড়া এ আইডিসি টিলায় কুরআনের তাৎপর্য নিয়ে বিশাল ওয়াজ মাহফিল

রাঙ্গামাটি লংগদু উপজেলার গাঁথাছড়া এ আইডিসি টিলায় কুরআনের তাৎপর্য নিয়ে বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৫ নভেম্বর) গাঁথাছড়া এফ আইডিসি টিলা কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে এফ আইডিসি যুব সমাজের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, বিশেষ অতিথি ছিলেন মাওঃ মুস্তাকিম বিল্লাহ, এতে সভাপতিত্ব করেন গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ফোরকান আহমদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার কলরব শিল্পী গোষ্ঠীর প্রধান পরিচালক মাওলানা মুফতি সাঈদ আহমেদ। এসময় আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ আমিনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু চৌধুরী, মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল আলীসহ বিভিন্ন মসজিদের খতিব, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওয়াজে বক্তারা বলেন, পবিত্র কুরআন ও আল্লাহ রাসুল (সঃ) আদর্শ দিয়ে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। কুরানের বাণী সকলের মাঝে পৌঁছে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তারা আরো বলেন যারা রাসুল (সঃ) কে নিয়ে কটুক্তি করবে আমরা তাদের ছাড় দিবোনা, তারই সাথে ইসলাম বিদ্বেষী সকল রাষ্ট্রের পণ্য ভয়কট ও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে তাগিদ করেন তারা।

শেষে মাহফিল কমিটির সভাপতি গাঁথাছড়া বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফোরকান আহমদ, মাও সাঈদ আহমদের দোয়া মুনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘোষণা করেন।

Exit mobile version