parbattanews

লংগদুতে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

লংগদু প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটির লংগদু উপজেলায় দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়।

শুক্রবার, লংগদু উপজেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সদরে লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ২২টি ভোট কেন্দ্রের জন্য ২৩ জন প্রিসাইডিং অফিসার, ১১৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ২৩০ জন পুলিং অফিসার এই প্রশিক্ষণ নেয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতীফ শেখ। রাঙামাটি জেলা সহকারী পুলিশ সুপার ইউসুফ ছিদ্দিকী, রাঙামাটি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা, বরকল উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, রাজস্থলী উপজেলা নির্বাচন কর্মকর্তা উৎপল বড়ুয়া, লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জমির উদ্দীন, লংগদু উপজেলা সমবায় কর্মকর্তা সদর আমিন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী। নির্বাচনের সময় করণীয় কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে শেখানো হয়।

Exit mobile version