parbattanews

লংগদুতে জুনিয়র টাইগার্সের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

IMG_20170207_124704 copy

লংগদু প্রতিনিধি:

বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক জুনিয়র টাইগার্স (২ইস্ট বেঙ্গল রেজি.) উল্লেখ করে এ ইউনিটের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মীর মুশফিকুর রহমান।

তিনি আরও বলেন, আমি আশাবাদী এ ইউনিটের পূর্বসূরীদের মতই আপনারা সকলেই প্রত্যেকটা কাজে সহযোগিতা করবেন।

মঙ্গলবার, লংগদু সেনা জোনের ২ ইস্ট বেঙ্গল রেজি. (জুনিয়র টাইগার্স) এর ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার মীর মুশফিকুর রহমান এমন মন্তব্য করেন। এরপর তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং সকলের সাথে প্রীতিভোজে অংশ নেন।

লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল আব্দুল আলীম চৌধুরী পিএসসি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজ নগর বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জোনের জোন কমান্ডার তারেক-বে নজীর, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন। রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম, লংগদু থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলামসহ জোনের বিভিন্ন সেনা কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিগণ।

এর পূর্বে প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার মীর মুশফিকুর রহমান জোনের উদ্যোগে নব নির্মিত অতিথিশালা উদ্বোধন করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সন্ধ্যায় জোনের অভ্যন্তরীণ মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

Exit mobile version