parbattanews

লংগদুতে তিনটিলা বনবিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান

লংগদু প্রতিনিধি :

সকল প্রাণির হিত সুখ ও মঙ্গলার্থে স্বধর্মের শাসন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও উন্নতির কামনা করে রাঙামাটির লংগদু উপজেলার তিনটিলা বনবিহারের উপাসক-উপাসিকা পরিষদের উদ্যোগে দিনব্যাপী নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১৫ মার্চ) অনুষ্ঠানকে কেন্দ্র করে গোট বনবিহারকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভোর ৬টায় বনবিহারে বুদ্ধ পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।

অষ্টবংশতি বুদ্ধ পূজার শেষে মঞ্চে আগত ভান্তদের মাধ্যমে গৌতম বুদ্ধের বাণীগুলো তুলে ধরে ধর্মীয় দেশনা দেন থাইল্যান্ডের ধর্ম্মকায় ফাউন্ডেশনের ভদন্ত সাসান থানা সামা, রাঙামাটি রাজবন বিহারের ভদন্ত শ্রীমৎ সুমন মহাস্থবীর, মহালছড়ি বেনুবন বনবিহারের অধ্যক্ষ ভদস্ত পন্থক মহাস্থবির, ফুরোমন আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের অধ্যক্ষ ভদন্ত ভৃগু মহাস্তবির,  রাঙামাটি মরিচ্ছাবিল তপোবন অরণ্য কুঠিরের অধ্যক্ষ ভদন্ত শ্রীমৎ জনপ্রিয় মহাস্থবীর, বরকর মিতিঙ্গাছড়ি শ্রাবস্তি বনবিহারের অধ্যক্ষ, ভদন্ত শ্রীমৎ সংঘসার মহাস্থবির।

এরপর পঞ্চশীল গ্রহণ, বুদ্ধ মুর্তি দান, মহাসংঘ দান, অষ্টপরিষ্কার দান, ধর্মস্কন্ধেপূজা, চুরাশি হাজার বাতি দান, অনুত্তর ভিক্ষুসংঘকে পিন্ডু দানসহ নানাবিধ দানিয় অনুষ্ঠিত হয়।

বিকালে অতিথি পর্বে বিহার পরিচালনা কমিটির সদস্য মনিশংকর চাকামার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল এমএম শফিকুর রহমান। রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. জানে আলম, তিনটিলা বনবিহার উপসিক-উপসিকা পরিষদ সভাপতি রকি চাকমা।

এছাড়া আটারকছড়া ইউপি চেয়রমান মঙ্গলকান্তি চাকমা ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিহারের উপাসক-উপাসিকা, দায়ক-দায়িকাগণ ও হাজারোধিক বৌদ্ধার্ধাবলম্বীরা বিহারের উপস্থিত ছিলেন।

এছাড়াও সন্ধ্যায় চুরাশি হাজার বাতি প্রজ্জলন আয়োজন করা হয়।

Exit mobile version