parbattanews

লংগদুতে তিন দিনব্যাপী বৃক্ষ রোপন ও ফল প্রদর্শন মেলার উদ্বোধন

Untitled-1 copy---99999
লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ রোপন ও ফল প্রদর্শন মেলা-২০১৬ আয়োজন করা হয়েছে। শনিবার, সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি বিভাগের কার্যালয় প্রাঙ্গনে এই মেলা অয়োজন করা হয়।

লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফজ্জল হোসেন প্রধান অতিথি হিসেবে এই মেলার শুভ উদ্বোধন করেন। পরে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ। কৃষি উপ সহকারী মো. জসিম উদ্দিন এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কিশোর কুমার মজুমদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আঞ্চলিক কৃষি অফিসার প্রসেনজিত মিস্ত্রি, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাকিব হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি চাকমা। মেলায় সাতটি স্টল স্থান পায় সেগুলো হলো বড়াদম কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র, আইপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা হর্ট্রকিালচার সেন্টার, ব্রিটিশ অ্যামেরিকান ট্যোবাকো, দেশীয় ফল প্রদর্শণ, ব্লক সুপার ভাইজার সংগ্রহ ও ‘মা’ নার্সারী’মাইনীমূখ।

Exit mobile version