parbattanews

লংগদুতে দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা ও ওষধ প্রদান করেছে সেনাবাহিনী

রাঙামাটির লংগদু উপজেলার সীমান্তবর্তী দুর্গম রেংকাইজ্জা ও দাঙ্গাবাজার এলাকায় আর্তমানবতার সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষধসহ স্থানীয় অসহায়, দরিদ্রদের মাঝে অনুদান প্রদান করেছে লংগদু সেনাজোন।

বুধবার (১২ জুলাই) লংগদু সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া, পিএসসির দিক নির্দেশনায় রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজলের নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।

দুর্গম রেংকাইজ্জা ও দাঙ্গাবাজার এলাকায় শিক্ষা ও চিকিৎসা বঞ্চিত ২ শতাধিক পাহাড়ি-বাঙালিকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষধ প্রদান করা হয়।

এছাড়াও জোনের উদ্যোগে চিকিৎসা সেবার পাশাপশি বিনামূল্যে ব্লাড পেশার ও ডায়াবেটিস পরীক্ষাও করা হয়।

এসময় চিকিৎসা সেবা ও ওষধ পেয়ে জোন কমান্ডারসহ লংগদু জোনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপকারভোগীরা।

Exit mobile version