parbattanews

লংগদুতে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ আয়োজন করা হয়েছে।

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রান্ত থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করে। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসে মেলার প্যাভিলিয়নে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) আকিব ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু, আনোয়ারা বেগম, জেলা পরিষদের সদস্য আসমা বেগমসহ বীর মুক্তিযুদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষক, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তাগণ বর্তমান বাংলাদেশকে আরো আধুনিকায়ন, ডিজিটালাইজেশনএবং স্মার্ট করে গড়ার লক্ষ্যে সকলের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

Exit mobile version