parbattanews

লংগদুতে দিন মজুরের জায়গা দখল, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিনিধি:

জমির কাগজপত্র জাল করে রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখের সোনায় গ্রামে একদল ভূমি দস্যু অসহায় এক দিনমজুর পরিবারের জায়গা দখল করে তাদের জোরপূর্বক উচ্ছেদ করেছে। ভূমি দস্যুদের হামলার ভয়ে ওই পরিবারের সদস্যরা পালিয়ে বেড়াচ্ছে।

রোববার (২১জানুয়ারি) দুপুরে মাইনীমুখের দিনমজুর আজিজুল রহমান তার পরিবারবর্গ নিয়ে রাঙামাটি প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে রাঙামাটির কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আজিজুল রহমান বলেন, তার নিজ নামীয় জায়গা স্থানীয় ভূমি দস্যু রমজান আলী ও তার দোসররা জোরপূর্বক তার জায়গা দখল নিয়ে তাকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করে বিতাড়িত করেছে। তিনি প্রাণ ভয়ে পরিবার পরিজন নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। স্থানীয় প্রশাসনের কাছে একাধিক আবেদন নিবেদন করেও তার নিজ জায়গায় তারা যেতে পারছেনা।

তার রেকর্ডকৃত জায়গা পূনরায় ফিরে পেতে ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন।

Exit mobile version