parbattanews

লংগদুতে দুই গাঁজা বিক্রেতার জেল ও অর্থদণ্ড

লংগদু প্রতিনিধি:

লংগদুতে ভ্রাম্যমান আদালত মাদক বিক্রি ও সেবনের দায়ে মোঃ রফিকুল ইসলাম(২৭) নামে এক গাজা বিক্রেতাকে এক বছরের জেল ও জোসনা বেগমকে(২৮) আর্থিক জরিমানা করেছে । লংগদু থানা সূত্রে জানা গেছে, বুধবার উপজেলা বাইট্টাপাড়া বাজার এলাকায় মোঃ রফিকুল ইসলাম দিনের বেলায় প্রকাশ্যে গাঁজা সেবন ও বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশ তাকে আটক করে।

অপরদিকে জোসনা বেগম ওরফে মাদক সম্রাজ্ঞীকেও আটক করা হয়। এসময় পুলিশ তল্লাশি করে তাদের কাছ থেকে ১৫০ গ্রাম গাজা ও এক বোতল সোলাই মদ উদ্ধার করে। পরে আটককৃতদেরকে লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মফিজুল ইসলারে নিকট হাজির করা হয়। আটককৃত গাজা বিক্রি ও সেবন করার কথা স্বীকার করলে ভ্রাম্যামান আদালত পরিালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে’ রফিকুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও জোসনা বেগম ওরফে মাদক সম্রাজ্ঞীকে নগদ দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ।

লংগদু থানার এ,এস,আই মাসুদ ও মোজাম্মেল হক জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে বাইট্টাপড়া বাজার এলাকায় গাজার ব্যবসা করে আসছিলেন। আটকের পর একজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version