parbattanews

লংগদুতে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটির লংগদুতে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৯ মার্চ) লংগদু উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা করা হয়।

প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পারিবারিক ভূমিকাই মুখ্য। উপজেলার ১৫টি মাধ্যমিক ও ৩টি মাদ্রাসার বিতার্কিকরা অংশ গ্রহণ করে ফাইনালে উঠে গুলশাখালী আদর্শ বিদ্যালয় ও রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় । এতে গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানের মডারেটর ও সভাপতিত্ব করেন, উপজলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকসুদুর রহমান এনং একাডেমিক সুপারভাইজার শওকত আকবর।

বিচারক ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান ও লংগদু মডেল কলেজের প্রভাষক খোন্দকার হাসান আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা সহকারি ভূমি কমিশনার ক্যাথোয়াই প্রু মারমা।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপজেলা কর্মকর্তা জুন্নুন আলম, বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক-টংগ্যার ভলেন্টিয়ার সুজাতা চাকমা ও পারমি চাকমা।

সহযোগিতা করেন অক্সফ্যাম ইন বাংলাদেশ ও চ্যানেল আই।

Exit mobile version