parbattanews

লংগদুতে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার

DSC09455 copy

লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার, উপজেলা পরিষদ মিলানায়তনে আয়োজিত সেমিনারে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিগন এতে অংশ গ্রহন করেন।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ সভাপতিত্ব করেন। স্থানীয় সাংবাদিক আবু দারদা আরমানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন। মূল প্রবন্ধ আলোচনা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাকিব হাসান। বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বলেন, দূর্যোগ মোকাবেলায় করনীয় কি? সে সম্পর্কে লোকজনকে জানতে হবে। পার্বত্য এলাকায় পাহাড়ে অবাদে ঝুম চাষের কারণে নির্বিচারে বন্য গাছপালা, ঝোপঝাড় কাটা হচ্ছে। ফলে প্রতিবছর বর্ষাকালে পাহাড়ে মাটি ক্ষয়, ভূমি ধস হচ্ছে। এই কারণে পরিবেশের ক্ষতি হচ্ছে। সেখানে বিভিন্ন ফলের বাগানসহ বনায়ন করা হলে পরিষবেশের ভারসাম্য রক্ষা হতো।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমাদের দেশে সবছেয়ে বেশি দূর্যোগ সমস্যা হচ্ছে বন্যা। জলবায়ু পরির্বতন হচ্ছে, ফলে সমূদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে দূর্যোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন থেকে আমাদের সকলকে সচেতন হতে হবে। তিনি সেমিনারে অংশ গ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।

Exit mobile version