parbattanews

লংগদুতে ননএমপিওভূক্ত শিক্ষকরা পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

করোনাভাইরাস মোকাবেলায় রাঙামাটির লংগদু উপজেলার নন এমপিও ভুক্ত শিক্ষকরা পেলো “মাননীয় প্রধানমন্ত্রী”র উপহার আর্থিক অনুদান।

শুক্রবার (২২ মে), লংগদু উপজেলা প্রশাসনের মাধ্যমে এলজিইডি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি(অউচ) আওতায় লংগদু উপজেলার নন এমপিওভুক্ত ১৯৪ জন শিক্ষকের মাঝে জন প্রতি ২হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৮৮ হাজার টাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে শিক্ষকদের নিকট আর্থিক অনুদান প্রদান করেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদুর রহমান, উপজেলা উপ প্রকৌশলী মো. নাদিম প্রমুখ।

সূত্র জানায়, এলজিইডি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি(অউচ) আওতায় লংগদু উপজেলার জন্য ৫ লক্ষ ৫৫ হাজার টাকা বরাদ্দ হয়। এসব অর্থ পর্যায়ক্রমে শিক্ষকদের মাঝে বিতরণ করা হবে।

Exit mobile version