parbattanews

লংগদুতে নির্বাচনী প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার

লংগদু প্রতিনিধি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নম্বর রাঙামাটি আসনের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সাংসদ উষাতন তালুকদার লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা ও গণসংযোগ চালিয়েছে।

শনিবার সকালে লংগদু উপজেলা সদরে জনসংহতি সমিতির কার্যালয়ের প্রাঙ্গণে এক পথ সভায় সিংহ প্রতীকে ভোট চান উষাতন তালুকদার।

পথ সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) নেতা উষাতন তালুকদার বলেন, ‘আমি ক্ষমতার লোভে নির্বাচনে প্রার্থী হইনি। প্রার্থী হয়েছি শোষিত নিপীড়িত মানুষের পাশে থাকার জন্য। এলাকার উন্নয়নে কাজ করা জন্য। আপনারা দশম সংসদে আপনাদের সুখ দুঃখের কথা বলতে আমাকে পাঠিয়েছিলেন। আমি আপনাদের কথা, এলাকার বিভিন্ন উন্নয়নের প্রয়োজনীয় কথা বলেছি। বিগত দিনে বড় রাজনৈতিক দলের নেতাদের আপনারা ভোট দিয়েছিলেন, তারা সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন কিন্তু আপনাদের কথা বলেনি। তারা  শুধু নিজেদের আখের গুছিয়েছে।’

জেএসএস (সন্তু) নেতা দয়াল চন্দ্র কার্বারীর সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির ভূমি বিষয়ক সম্পাদক চিংহ্ললামং মারামা, লংগদু উপজেলা জেএসএস সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা।

এছাড়াও শনিবার উপজেলার রাধামন বাজার, বড়কলক বাজার, ভাইবোনছড়া বাজার ও মাইনীমূখ বাজারে গণসংযোগ ও পথসভা করেন স্বতন্ত্র প্রার্থী উষাতন তালুকদার।

Exit mobile version