parbattanews

লংগদুতে নয় দিনব্যাপী বিউটিফিকেশ প্রশিক্ষণ

 

 

লংগদু প্রতিনিধি:

লংগদুতে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শিক্ষিত বেকার মহিলাদের নয় দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সোমবার, উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পাবলিক লাইব্রেরির মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন  করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমার সভাপতিত্বে  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুর জাহান বেগম প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করতে হলে নারীদের বিউটিফিকেশন স্কিল ডেভেলপ করার প্রয়োজন আছে। প্রয়োজনে এবিষয়ে তাদের প্রশিক্ষণের মাধ্যমে জ্ঞান অর্জন করতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিরণ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহী, জাইকা প্রকল্পের উপজেলা কো-অডিনেটর টিনটু চাকমা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত পাড়া উন্নয়ক কেন্দ্র সমন্বয়ক মৃনাল কান্তি।

প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন, বিউটিশিয়ান পলি চাকমা। জাইকা প্রকল্প প্রশিক্ষণে আর্থিক সহযোগিতা করেন।

Exit mobile version