parbattanews

লংগদুতে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

রাঙামাটির লংগদু উপজেলায় নানির সাথে বেড়াতে এসে নদীর পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে লংগদু উপজেলার ৬নং মাইনীমুখ ইউনিয়নের (৫নং ওয়ার্ড) ইসলামাবাদ গ্রামে নির্মাণাধীন ব্রিজের পশ্চিম পাশের এলাকায় নদীর ধারে মামার সাথে দুই ভাগিনা আরিফ (১১) ও হোসেন খেলা করার সময় এক সাথে নদীর পানিতে পড়ে যায়।

স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যখন দুজন পানিতে পড়ে যায়, তখন নির্মাণাধীন ব্রিজে কর্মরত শ্রমিকরা দেখে দ্রুত হোসেনকে উদ্ধার করে। হোসেনের জ্ঞান ফেরার পর সে আরেকজন পানিতে আছে বলে জানালে শ্রমিক এবং প্রত্যক্ষদর্শীরা পানিতে নেমে খুঁজাখুঁজি করে আরিফকে উদ্ধার করে। পরে দুই জনকেই লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আরিফকে মৃত ঘোষণা করে।

আরিফ রাঙামাটি সদরের শিমুল তলী এলাকার রুবেল মিয়ার ছেলে। সে লংগদু উপজেলার ইসলামাবাদ এলাকায় নানার বাড়িতে বেড়াতে এসেছে ।

এবিষয়ে লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দীন বলেন, ঘটনাস্থল লংগদু থানা পুলিশ পরিদর্শন করে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে মৃত আরিফকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Exit mobile version