লংগদুতে পূজা মন্ডপ পরিদর্শনে দীপংকর তালুকদার এমপি

fec-image

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুর্গা পূজার মহা নবমীতে লংগদু উপজেলার শ্রীশ্রী জালিয়াপাড়া শিব মন্দির, মাইনীমুখ বাজার শ্রীশ্রী হরি মন্দির, তিনটিলা শ্রীশ্রী রাধা কৃষ্ণ সেবাশ্রম মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

এসময় তিনি মন্দিরে আগত ভক্তদের সাথে কথা বলেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় দীপংকর তালুকদার বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, এইদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সকলে যার যার ধর্ম নির্ভয়ে পালন করবেন। কোন দুষ্কৃতিকারী যদি পূজা মন্ডপে বিশৃঙ্খলা করার চেষ্টা করে তাহলে আমরা সকলে মিলে ওই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো।’

লংগদু উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, জেলা পরিষদ সদস্য আচমা বেগম, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম সরকার, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুসহ লংগদু উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন