parbattanews

লংগদুতে ফেয়ার প্রাইজের এক ডিলারের ডিলারশীপ বাতিল ও জরিমানা

জরিমানা

লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলা সদরে প্রধান ফেয়ার প্রাইজ দশ টাকা মূল্যে খাদ্য সরবরাহে ওজনে কম দেয়া ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখার দায়ে এক ডিলারকে জরিমানা ও ডিলারশিপ বাতিল করেছে ভ্রাম্যমান আদালত।

সূত্র জানায়, লংগদু উপজেলা সদর বাজারে ফেয়ার প্রাইজ ডিলার আব্দুস সাত্তার ফেয়ার প্রাইজ কার্ড ধারীদের নিকট দশ টাকা মূল্যে চাউল বিক্রি করা সময় ওজনে ২ থেকে ৩ কেজি কম দেওয়া এবং দশ টাকার স্থলে এগার টাকা হারে দাম নিতেন।

এ ব্যাপারে লংগদু সদর ইউপি চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু ও ভোক্তভোগিরা  লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদের নিকট এ বিষয়ে অবহিত করেন।

পরে ইউএনও ভ্রাম্যমান আদালতে তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণ পাওয়া গেলে ডিলার আব্দুস সাত্তারকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল এবং ফেয়ার প্রাইজ ডিলার বাতিলা করা হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন আহম্মেদ জানান, ফেয়ার প্রাইজ নিয়ে অভিযোগ পাওয়া গেলে সাথে সাথে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।

Exit mobile version