লংগদুতে বিএনপি-আওয়ামীলীগের জমজমাট প্রচারণা

upazila-election-logo

মুজিবুর রহমান ভুইয়া :

পঞ্চম দফায় আগামী  ৩১ মার্চ অনুষ্ঠিত হবে রাঙ্গামাটির লংগদু উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে উপজেলার বিভিন্ন হাটবাজার। ব্যাপক প্রচার-প্রচারণার পাশাপাশি চলছে নানা হিসাব-নিকাশ। গতবারের চেয়ে এবার লংগদুতে প্রার্থী সংখ্যা বেশি হওয়ায় নির্বাচনকে নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনাও বেশি বলে মনে করছেন সাধারণ ভোটাররা। প্রার্থীদের সঙ্গে পুরো নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন তাদের স্বজনসহ অনুসারীরা।

লংগদুতে এবারের নির্বাচনে ৪৪ হাজার ৩‘শ ৭৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিএনপি একক প্রার্থী ঘোষণা করলেও প্রতিদ্বন্ধিতায় রয়েছে দলটির বিদ্রোহী প্রার্থী। আর এ সুযোগকে কাজে লাগিয়ে বিএনপির দুর্গে হানা দিতে মরিয়া ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চার জন প্রতিদ্বন্ধিতা করলেও ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছেন পাহাড়ী জনপদ লংগদুর সচেতন ভোটার মহল। চেয়ারম্যান পদে চার জন ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি ও মো. তোফাজ্জল হোসেন ‘আনারস’ প্রতীক নিয়ে নির্ঘুম প্রচার-প্রচারণা চালাচ্ছেন উপজেলার বিভিন্ন এলাকায়। লংগদু উপজেলার মৌলিক সমস্যাগুলোর উন্নয়নে বিগত দিনের মত উপজেলাবাসীর পাশে থেকে কাজ করার আগ্রহের কথা জানান বিএনপি মনোনীত প্রার্থী মো: তোফাজ্জল হোসেন।

এদিকে লংগদু উপজেলার মাইনীমুখ বাজার, হাজাছড়া, বগাচতরসহ আশপাশের এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী ফয়েজুল আজিম টেলিফোন প্রতীক নিয়ে প্রচারণা চালাচ্ছেন। বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা তার পক্ষে রয়েছে বলে জানান বিএনপি থেকে বহিস্কৃত এ প্রার্থী।

আওয়ামী লীগের একক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল বারেক সরকার মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন এলাকায়। লংগদুর মানুষের সাথে থেকে বিভিন্ন উন্নয়নে কাজ করেছেন এবং আগামীতেও করতে চান আওয়ামীলীগের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আব্দুল বারেক সরকার ।

এ তিনের বাইরেও স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম দোয়াত-কলম প্রতীক নিয়ে ঝর্ণাটিলা, করল্যাছড়ি, হাজাছড়া, ফুরেরমুখ সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসংযোগ করেন। দুর্গম লংগদুবাসীর উন্নয়নের কাজ করতে নিজের ইচ্ছার কথা জানান তিনি।
 
এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান (জাহাজ), বিএনপি সমর্থক সাজেদুর রহমান (মাইক), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জানে আলম (উড়োজাহাজ), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুর রহীম (বই), উপজেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক মীর সিরাজুল ইসলাম ঝান্টু (টিউবওয়েল), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেলিম মেম্বার (তালা), আওয়ামী লীগের সদস্য নাছিমুল গণি (টিয়াপাখি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। অপরদিকে উপজেলা জামায়াতের আমির মো: নাছির উদ্দিন (চশমা) প্রতীক নিয়ে বিজয়ের লক্ষ্যে উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা ও গনসংযোগ করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত আনোয়ারা বেগম (ফুটবল) ও নুরজাহান বেগম (হাঁস) এবং বিএনপির একমাত্র প্রার্থী শুকতারা বেগম কলসী প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন