parbattanews

লংগদুতে রাবেতা কলেজে মাতৃভাষা দিবসের আলোচনা সভা

IMG_20170220_105447----222222222222222 copy

লংগদু প্রতিনিধি:

লংগদু উপজেলার রাবেতা মডেল কলেজের উদ্যোগে ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, সকাল সাড়ে দশটায় কলেজের ক্যাম্পাসে আয়োজিত আলোচনা সভায় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্ব করেন। কলেজের প্রভাষক মুসা তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আইবুল ইসলাম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহম্মেদ,  লংগদু প্রেস ক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. খোরশেদ আলম, কলেজ ম্যানেজিং কমিটির সদস্য ডা. রশীদুজ্জামান, রাবেতা মডেল কলেজের প্রভাষক আজগর আলী, প্রভাষক হারুনুর রশীদ। এছাড়া ছাত্রদের মধ্যে মো. ইউসুফ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকগণ এসময় উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আমরা যে বাংলা ভাষায় কথা বলি এটি ঐতিহাসিক লড়াইয়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। শ্রদ্ধা জানাই সেসব ভাষা শহীদদের যাদের জীবনের বিনিময়ে এ মহান মাতৃভাষা রক্ষা করেছেন। ভাষা শহীদদের আত্মত্যাগে অর্জিত  এ ভাষা দিবসটি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে।

Exit mobile version