parbattanews

লংগদুতে রাবেতা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা

লংগদু প্রতিনিধি:

১৪ডিসেম্বর জাতির সূর্যসন্তান শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৭ স্মরণে লংগদু উপজেলার রাবেতা মডেল কলেজের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্প্রতিবার, উপজেলার রাবেতা মডেল কলেজের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ।

কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. হারুন অর রশীদ এর পরিচালনায়, সভায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. খোরশেদ আলম, অর্থনীতি বিভাগের প্রভাষক মুসা তালুকদার, লংগদু থানার প্রতিনিধি এসআই মো. দুলাল হোসেন পিপিএম।

বক্তারা বলেন, পাকিস্তানি শাসকরা আমাদেরকে জাতি হিসেবে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। এদেশে মেধা শূণ্য করতেই তারা ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের আত্মত্যাগের ফলে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমরা তাদের জন্য মাগফেরাত কামনা করি।

শেষে কলেজের পক্ষ থেকে দুইজন মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. খোরশেদ আলম ও আবুল হোসেনকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করা হয়।

আলোচনা সভায় কলেজের সকল শিক্ষক, শিক্ষিকাগণ ও ছাত্র ছাত্রীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Exit mobile version