parbattanews

লংগদুতে শতাধিক বিএনপি নেতাকর্মীর আ’লীগে যোগদান

333

লংগদু  প্রতিনিধি:

রাঙামাটি জেলার মধ্যে এক সময় তিন চারটি উপজেলা ছাড়া কোথাও বিদ্যুৎ ছিলো না। এখন সব উপজেলায় বিদ্যুৎ পৌঁছে গেছে। লংগদু উপজেলায় কোটি কোটি টাকার উন্নয়ন কাজ হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এ উন্নয়ন ধারা অব্যাহত থাকবে। রবিবার ভাসাইন্যাদম ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারকে দেয়া এক সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাসাইন্যাদম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমীর হোসেন মেম্বারের সভাপতিত্বে সংবর্ধণা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সংরক্ষিত আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজি মো. কামাল উদ্দিন, রাঙামাটি জেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, সদস্য আমজাদ হোসেন কলি, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, জেলা শ্রমিক দলের সভাপতি মোকতার আহম্মেদ, জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মো.শাজাহান মিয়া, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহিতা তালুকদার, লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, সাধারণ সম্পাদক মো. জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ দাশ, আজগর আলী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, হারুনুর রশীদ।

লংগদু উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছের পরিচালনায়, স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

সংবর্ধণা সভায় স্থানীয় শতাধিক বিএনপির কর্মী আওয়ামী লীগে যোগদান করেন। যোগদানকৃতদের মধ্যে উল্লেখ যোগ্য হলেন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা মাষ্টার, আব্দুর রহীম মেম্বার, মহিলা মেম্বার মনি বেগম, শহিদুল ইসলাম বাচা, নুরু মিয়া, মনু মিয়া।

এর আগে বিএনপি থেকে শতাধিক কর্মীসহ যোগদান করেছিলেন ভাসাইন্যাদম ইউনিয়ন পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. জহির উদ্দিন ।

Exit mobile version