parbattanews

লংগদুতে শহীদ বুদ্ধিজীবী দিবসের র‌্যালি ও আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক ঘুরে পুনরায় পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক ঘুরে পুনরায় পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রবীর কুমার রায় এতে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ চাকমা, লংগদু থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর।

বক্তারা বলেন, পশ্চিম পাকিস্তানীরা চেয়েছিলেন এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করতে পারলেই দেশ পরিচালনার কাজে কোন লোক থাকবে না। তাইতো তারা সেদিন ১৪ ডিসেম্বর হঠাৎ করে বুদ্ধিজীবীদের উপর ঝাঁপিয়ে পড়েছিলেন। এই জঘণ্য হত্যাকাণ্ডের জন্য দিন্দা জানানোর ভাষা আমাদের নেই।

Exit mobile version