parbattanews

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

DSC09727

লংগদু প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদুতে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষার প্রতি আগ্রহি করে তুলতে সেনাবাহিনীর উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়েছে। আজ সোমবার সকাল দশটায় লংগদু সেনা জোন সদরে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার কাজী শামসুল ইসলাম পিএসসি। এতে সভাপতিত্ব করেন লংগদু জোন কমান্ডার লেঃ কর্ণেল সালাউদ্দিন খালেদ।
 
ল্যাপ্টেঃ মাজহার এর পরিালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন। কৃতি ছাত্র হিসেবে বক্তব্য রাখেন মোঃ এবি ছিদ্দিক। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, ইউপি চেয়ার‌্যম্যান, অভিভাবক ও কৃতি ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

এতে ৬ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত জিওসি বৃত্তি একজন, ব্রিগেট কমান্ডার বৃত্তি একজন, জোন কমান্ডার বৃত্তি ৮জন করে মোট ১০জনকে বাৎসরিক শিক্ষা বৃত্তির অংশ হিসেবে মে-আগষ্ট পর্যন্ত চার মাসের বৃত্তির টাকা প্রদান করা হয়েছে। 

Exit mobile version