parbattanews

লংগদুতে সেনা জোনের উদ্যোগে বামে আটারক ছড়া সিনিয়রস ক্লাবে টিভি ও ডিস প্রদান

DSC07825

লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলার সেনা জোনের উদ্যোগে বামে আটারক ছড়া ‘সিনিয়রস ক্লাবে’ (মুরুব্বি সংঘ) একটি রঙ্গিন টেলিভিশন ও সংযোগসহ ডিসএন্টিনা প্রদান করা হয়েছে।

বুধবার, জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর মো. গোলাম আজম এসবিপি, পিএসসি সিনিয়রস ক্লাবের সদস্যদের নিকট টেলিভিশন ও ডিসএন্টিনা হস্তান্তর করেন।

এ সময় জোনের সেনা কর্মকর্তা মেজর সাঈদ, লেফটেন্যান্ট এইচ এম আব্দুল মালেক, আটারক ছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, আটারক ছড়া মৌজার হেডম্যান শুসাঙ্ক শেখর চাকমা, বিমল কান্তি কার্বারী, নব মিত্র চাকমা কার্বারী, জগত জৌতি চাকমা কার্বারী ও এলাকার বয়স্কব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর আজম বলেন, এই দুর্গম এলাকার বয়স্ক লোকজন যাতে একটু বিনোদন উপভোগ করতে পারেন সে জন্য আমরা এই ব্যাবস্থা করেছি। সিনিয়রস ক্লাবের বৃদ্ধ সদস্যগণ এখন থেকে নিজেদের ক্লাব ঘরে বসে নিজেদের ডিসলাইন ও টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন চ্যানেলের খবর ও অনুষ্ঠান দেখবেন এবং নিয়মিত দৈনিক পত্রিকাও পড়বেন।

Exit mobile version