parbattanews

লংগদুতে সেনা জোন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রক্তের গ্রুপ পরীক্ষা

20150815_103941--2 copy

লংগদু প্রতিনিধি:
‘স্বেচ্ছায় রক্ত দিন, একটি জীবন বাঁচান’, এই শ্লোগানকে সামনে রেখে এবং জাতীয় শোক দীবস উপলক্ষে রাঙামাটির লংগদুতে সেনা জোন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো জনসাধারণের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের মঞ্চে এই রক্ত গ্রুপ পরীক্ষাকরণের আয়োজন করা হয়।

লংগদু সেনা জোনের জোন কমান্ডার ও ২য় ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল মাহাবুবুর রহমান বলেন, কোন ব্যক্তি যদি তার নিজের রক্তের গ্রুপ কি সেটা জানা থাকলে কোন অসুস্থ রোগীকে প্রয়োজনীয় রক্ত দিয়ে সহযোগিতা করতে তখন সমস্যা হবেনা। এটি একটি সেবামূলক কাজ। তার জন্য আমার এই উদ্যোগ গ্রহণ করেছি। অন্তত বিনামূল্যে যাতে এলাকাবাসী নিজের রক্তের গ্রুপ কি সেটা জেনে রাখতে পারে।

লংগদু উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডাক্তার মোঃ ইব্রাহীম সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য মেডিকেল অফিসারগণ এসময় উপিস্থত ছিলেন।

জোনের আর,এম,ও ক্যাপ্টেন রাশেদ উজ্জামান ও লংগদু স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডাক্তার মোঃ শওকত হোসেন এলাকার শতাধিক এলকার জনসাধারণ ও ছাত্র ছাত্রীদেরকে রক্তের গ্রুপ পরীক্ষা করান।

একাজে সহযোগিতা করেন, জোনের মেডিকেল সহকারী মোঃ নজরুল ইসলাম, মোঃ মোত্তালিব ও লংগদু স্বাস্থ্য বিভাগের প্যাথলজিস্ট মোঃ লিটন।

লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন রক্তের গ্রুপ পরীক্ষাকরণ কর্মসূচী পরিদর্শন করেছেন।

Exit mobile version