parbattanews

লংগদুতে স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট করোনা পজেটিভ

রাঙামাটির লংগদু উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরো একজন স্টাফের (ফার্মাসিস্ট) করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে। তিনি লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদ্য নিয়োগ প্রাপ্ত ফার্মাসিস্ট।

এর আগে ১৯মে ইপিআই টেকনিশিয়ানের করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল। এ নিয়ে লংগদু উপজেলায় মোট চার জনের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ অরবিন্দ জানান, গত ১৯ মে ফার্মাসিষ্টের নমুনা খাগড়াছড়ি সিভিল সার্জনের মাধ্যমে চট্টগ্রাম ল্যাবে পাটানো হয়েছিল। গতকাল সোমবার (২৫ মে) রাত ৯টায় তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। বর্তমানে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় স্টাফ কোয়াটারে একটি রুমে তাকে আইসোলেসনে রাখা হয়েছে। সে সম্পূর্ণ সুস্থ্য আছে।

২য় পরীক্ষার জন্য নমুনা শীঘ্রই পাঠানো হবে বল এই কর্মকর্তা জানায়।

এ নিয়ে লংগদু উপজেলায় মোট চারজনের করোনা রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। তার মধ্যে ২জন গুলশাখালী ইউনিয়নের বাসিন্দা স্বামী ও স্ত্রী বাকী ২ জন স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান ও ফার্মাসিষ্ট। তাদের সবাইকে হোম আইসোলেসনে রাখা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়।

Exit mobile version