লংগদুতে হাম-রুবেলা টিকাদন কর্মসূচির উদ্বোধন

DSC01229

নিজস্ব প্রতিনিধি, লংগদু :

লংগদু উপজেলায় আনুষ্ঠানিকভাবে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলা সদরে কিন্ডার গার্ডেন স্কুলে উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন ও উপজেল নির্বাহী অফিসার মোঃ মফিজুল ইসলাম শিশুদের পোলিও টিকা খাইয়ে হাম-রুবেলা টিকাদান কমসূচির উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ ইব্রাহীম,  মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ শওকত হোসেন, উপেজলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবরিনা তানিয়া উপস্থিত ছিলেন। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মোঃ ইব্রাহীম জানায়, উপজেলার ৭টি ইউনিয়নের স্থায়ী ও স্কুল ভিত্তিক টিকাদান ক্যাম্পেইনের আওতায় ২৫৫২৬জন শিশুকে হাম-রুবেলা ও ১৪০৭৯ জন শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। তিনি আরো বলেন, শিশুদের হাম দূরীকরণ ও রুবেলা রোগ নিয়ন্ত্রণ এবং দেশ পোলিও মুক্ত করতে এই টিকাদান কর্মসূচি পালিত হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন