parbattanews

লংগদুতে হ্রদে বিএফডিসি’র অভিযানে আটককৃত নৌকা-জাল নিলামে

মঙ্গলবার (৩০ জুলাই) মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) লংগদু উপজেলা কার্যালয়ে নিলাম প্রদান করা হয়।

রাঙামাটির লংগদুতে হ্রদে মাছ ধরা নিষিদ্ধ থাকাকালীন সময়ে মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) ও নৌ-পুলিশের অভিযানে বিভিন্ন এলাকায় হ্রদে মাছ ধরার সময় আটকৃকত নৌকা ও জাল নিলাম দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) লংগদু উপজেলা কার্যালয়ে এই নিলাম প্রদান করা হয়। লংগদু বিএফডিসি কর্মকর্তা আকবর হোসেন জানান, সরকারিভাবে হ্রদে মাছ ধরা নিষিদ্ধ থাকাকালীন সময়ে নৌ-পুলিশ ও বিএফডিসি’র লোকজন বিভিন্ন সময় অভিযান পরিচালনার সময় ৬৭ টি নৌকা, ৪টি ইঞ্জিন চালিত বোট, ৫টি কেচকি জাল জব্দ করা হয়। জব্দকৃত নৌকা বোট ও জাল নিলাম দেওয়া হয়েছে। এতে সরকারের তিন লক্ষ টাকা রাজস্ব আয় হয়েছে।

নিলাম পরিচালনা করেন, রাঙামাটি জেলা মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)এর মার্কেটিং অফিসার মোঃ মাসুদ আলম, ওয়াইট মেন মোঃ আলাাউদ্দিন, নৌ-পুলিশের এস আই নুরুল আমিন।

উল্লেখ্য ১ মে থেকে কাপ্তাই হ্রদে সব ধরণের মাছ ধরা ও বাজার জাত করা তিন মাস বন্ধ থাকার পর ১ আগষ্ট থেকে মাছ ধরা আবার শুরু হচ্ছে।

Exit mobile version