parbattanews

লংগদুতে ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

DSC09479

লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটির লংগদুতে রাজরগর জোনের ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে ব্যাটালিয়নের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শুক্রবার, ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজনগর জোনকে বর্ণিল সাজে সাজানো হয়। বেলা সাড়ে বারটায় জোনের সৈনিক মেসে রাজনগর জোনের অধিনায়ক লেঃ কর্ণেল তারেক বে-নজীর আহম্মেদ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্যাটালিয়নের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, অতন্ত প্রহরী হিসেবে দেশের সীমান্ত রক্ষার কাজে ৩৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সকল সদস্যগন অত্যান্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি ব্যাটালিয়নের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

এসময় লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, গুলশাখালী ইউনিয়নের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আবু নাছির, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মোঃ এখলাস মিঞা খান, এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ সহ রাজনগর জোনের বিভিন্ন কর্মকর্তা ও সৈনিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন। পরে সকলেই প্রীতিভোজে অংশ নেন।

Exit mobile version