parbattanews

লংগদুতে ৯৯ হাজার জাল টাকাসহ আটক ১

রাঙ্গামাটির লংগদুতে ৯৯ হাজার জাল টাকাসহ প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

থানা সূত্র জানায়, শুক্রবার (১৪ জুলাই) দুপুরে লংগদু থানার এসআই (নিরস্ত্র) মো. মশিউর আলম ও এসআই (নিরস্ত্র) শাহাবুর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বাইট্টাপাড়া বাজারে বিশেষ অভিযান চালিয়ে মোঃ জুয়েল মিয়া (২৫) কে আটক করে।

এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাওয়া ৯৯ টি এক হাজার টাকার নোট মোট ৯৯ হাজার টাকার জাল টাকা জব্দ করা হয়। সে নোয়াখালীর সোনাইমুড়ী থানার নজরপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

প্রতারক চক্রের সদস্য জুয়েলকে জিজ্ঞাসাবাদে জানা যায় শনিবার মাইনীমূখ বাজারে গরু বিক্রি হবে, সেখানে জাল টাকাগুলো চালাবে বলে স্বীকার করেন। প্রতারক চক্রের সদস্য জুয়েল আরো বলেন তিনি বাইট্টাপাড়া এলাকার মো. হান্নান মিয়ার কাছে এসেছিল।

এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ ইকবাল উদ্দিন বলেন, জুয়েলের বিরোদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন হান্নান মিয়াও এই প্রতারক চক্রের সাথে জড়িত থাকতে পারে। আমরা আরো খোঁজ খবর নিচ্ছি। এছাড়াও বিভিন্ন থানায় জুয়েলের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে বলে জানা যায়।

Exit mobile version