parbattanews

লংগদুর আটারকছড়া সঃ প্রাঃ বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু

Untitled-1 copy

লংগদু প্রতিনিধি:

এক সাথে আনন্দ আর ভাগাভাগি করে দুপুরের খাবার ‘মিড ডে মিল’ খেল রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১শত ৪০ জন ছাত্র ছাত্রী। বুধবার বিদ্যালয় পরিচালনা কমিটি, উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) আর্থিক সহায়তায় দুপুরে ‘মিড ডে মিল’ হিসেবে খাবার ব্যবস্থা চালু করা হল। প্রথম দিন হিসেবে খাবারের মধ্যে ছিল ১টি চমুছা, ১টি সিঙ্গাড়া ও ১টি করে কলা। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ‘মিড ডে মিল’ চালু করেন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুল ইসলাম। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আনিসুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন চাকমা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্লেটু চাকমা, হীল ফ্লাওয়ার, সি,সি,ডি,আর ও গ্রীন হিলের প্রতিনিধিগণ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মফিজুল ইসলাম বলেন, আজ থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিয়মিত দুপুরের খাবার ‘মিড ডে মিল’ খেতে পারবে। বিদ্যালয় পরিচালনা কমিটি এব্যবস্থা করবেন এবং উপজেলা প্রশাসনও এতে সহযোগিতা করে যাবে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উপস্থিতির হাড় বাড়াতে মিড ডে মিল চালু রাখার ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

Exit mobile version