parbattanews

লংগদু উপজেলার কেন্দ্রীয় মাঠে ৪৬তম গ্রীষ্মকালীন আন্ত: স্কুল ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি::

অাজ ৩০ জুলাই ২০১৭ তারিখ বিকেল ১৫০০ ঘটিকায় লংগদু উপজেলার কেন্দ্রীয় মাঠে ”৪৬তম গ্রীষ্মকালীন আন্ত: স্কুল ফুটবল প্রতিযোগীতা” অনুষ্ঠিত হয়’। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোনের জোন কোমান্ডার লেঃ কর্নেল আঃ আলীম চৌধুরী, পি এস সি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।

খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উগোলছড়ি মহাজন পাড়া উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় মাইনীমূখ মডেল হাই স্কুল। খেলা শেষে জোন কোমান্ডার উপস্থিত সকলের উদ্দেশ্যে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

খেলা শেষে প্রধান অতিথি লঙদু জোনের পক্ষ হতে চ্যাম্পিয়ন দলের জন্য একটি ২১ ইঞ্চি এল ই ডি রংগিন টেলিভশন এবং রানারআপ দলের জন্য একটি ১৯ ইঞ্চি এল ই ডি রংগিন টেলিভিশন ছাড়াও সকল অফিসিয়ালের জন্য বিশেষ উপহার এবং শ্রেষ্ঠ খেলোয়ারকে একটি ব্যাক প্যাক বিতরণ করেন।

শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন উগোলছড়ি মহাজন পাড়া মডেল হাই স্কুলের মোঃ মামুন মিয়া।

Exit mobile version