parbattanews

লংগদু উপজেলায় কার্বারীসহ জেএসএস’র দুই নেতা অপহৃত

অপহরণ

পার্বত্যনিউজ রিপোর্ট:

রাঙামাটিলংগদু থেকে এক গ্রামপ্রধান(কার্বারী)সহ দুই উপজাতিকে অপহরণ করার খবর পাওয়া গেছে। গতকাল রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

অপহূত ব্যক্তিরা হলেন বড় উল্টাছড়ির গ্রামপ্রধান/কার্বারী প্রিয়ময় চাকমা (৩৫) এবং তাঁর বড় ভাই সুসময় চাকমা (৪২)। তাঁরা সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সমর্থক বলে দাবি করেছে সংগঠনটি।

লংগদুর স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টা থেকে ১১টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত আটরকছড়া ইউনিয়নের বড় উল্টাছড়ি গ্রামে আসে। এ সময় তারা গ্রামপ্রধান প্রিয়ময় চাকমা ও তাঁর বড় ভাই সুসময় চাকমাকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। দুর্বৃত্তরা অপহূত ব্যক্তিদের পরিবারের লোকজনকে বাঘাইছড়িতে যোগাযোগ করতে বলে।

লংগদু জেএসএস সাধারণ সম্পাদক মনিশংকর চাকমা এ ঘটনার জন্য জেএসএস সংস্কারপন্থীদের দায়ী করে বলেছেন, বাঘাইছড়ি সংস্কারপন্থী নেতা জুপিটার চাকমার নেতৃত্বে এ অপহরণের ঘটনা ঘটেছে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে অপহৃতদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে।

Exit mobile version