parbattanews

লংগদু উপজেলায় বন্য হাতির আক্রমণে একজনের অকাল মৃত্যু

10390422_1428025067462134_2104390461286751667_n

পার্বত্যনিউজ রিপোর্ট:

বন্যহাতির আক্রমণে রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার রাঙ্গীপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ফরিদ কবির (৪০) নামের এক লোকের অকাল মৃত্যু হয়েছে।

 

স্থানীয় সুত্রে জানা গেছে ,মোঃ ফরিদ রাঙ্গীপাড়া স্থানীয় বাজারে মুদি দোকান করত। গতকাল রাত আনুমানিক ১১.০০ টায় প্রয়োজনীয় কিছু সদাই ও লবন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। টিপ টিপ বৃষ্টি পড়ছিল, লোকালয়হীন জনশুন্য রাস্তায় একা একা বাড়িতে ফেরার পথিমধ্যে লবনের ঘ্রাণ পেয়ে আক্রমণ করে বন্যহাতি ।

স্থানীয়দের দাবী লবণই কাল হয়েছে তার জীবনের। বৈরি আবহাওযার তার আর্তচিৎকার শুনতে পায়নি। আজ সকাল ৬.০০ ঘটিকায় প্রতিবেশী হাফেজ মিয়া ও অন্যান্য লোকজন লাশ ও হাতির পায়ের ছাপ দেখে বাড়িতে খবর দেয়। জানতে পেরে রাঙ্গীপাড়া গ্রামের শত শত লোক তার লাশ দেখার জন্য ভীড় করে।

খবর পেয়ে পার্শ্বস্থ বিজিবি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Exit mobile version