parbattanews

লংগদু উপজেলা পরিষদের উদ্যোগে ৬ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সারা দেশে করোনাভাইরাস প্রভাব মোকাবেলায় রাঙামাটির লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় কর্মহীন ও দরিদ্র পরিবারের মাঝে “প্রধানমন্ত্রীর উপহার” (ত্রাণ) বিতরণ করেছে লংগদু উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন।

শুক্রবার ও শনিবার(২৫ এপ্রিল) দুই দিনে লংগদু উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন যৌথভাবে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের ইসলামাবাদ, হাজাছড়া, কালুমাঝির টিলা, পশ্চিম বাইট্টাপাড়া, সোনাই, পশ্চিম জারুল বাগান, পূর্ব জারুল বাগান, এফআইডিসি টিলা, বরকলোনি, মতিনেরটিলা এলাকায় ৬ শতাধিক কর্মহীন ও হতদরিদ্র লোকজনের মাঝে জনপ্রতি ৫কেজি হারে ত্রাণ(চাল) বিতরণ করা হয়।

লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ক্যাথোয়াই প্রু মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা যোবায়ের হোসেন উপস্থিত থেকে এসব ত্রাণ বিতরণ করেন।

Exit mobile version