লংগদু উপজেলা সাহিত্য পরিষদের আনুষ্ঠানিক পথচলা শুরু

fec-image

রাঙামাটির লংগদু উপজেলা সাহিত্য পরিষদ গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (২০ জানুয়ারি) উপজেলার মাইনীমূখ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অফিস কক্ষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমের সভাপতিত্বে এবং সুলতান আহমদের সঞ্চালনায় লংগদু উপজেলা সাহিত্য পরিষদের এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লংগদু প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মো. এখলাছ মিঞা খাঁন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাঁথাছড়া বায়তুশ শরফ জামে মসজিদের ইমাম মাওলানা আমিনুর রশিদ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লংগদু সরকারি মডেল কলেজের বাংলা প্রভাষক খন্দকার হাসান আলী, উগলছড়ি মহাজন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুল হক, লংগদু প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মাইনীমূখ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার প্রভাষক মঈনুল হক কামাল হোসেন, মঞ্জুরুল হক ও আবু বক্কর ছিদ্দিক মামুন প্রমুখ।

বক্তারা বলেন, সাহিত্য হলো সমাজের দর্পণ স্বরূপ। সমাজের বাস্তব চিত্র লেখনির মাধ্যমে তুলে ধরাই সাহিত্যের কাজ। বর্তামান ইন্টারনেটের যুগে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যুবসমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সাহিত্য চর্চা এবং লেখালেখির প্রতি মনোযোগী করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

শেষে এখলাছ মিঞা খাঁনকে সভাপতি এবং সুলতান আহমদকে সাধারণ সম্পাদক করে লংগদু উপজেলা সাহিত্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি খন্দকার হাসান আলী, সহসভাপতি আবু দারদা আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোমিনুল হক, সহ সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন, প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সহ প্রকাশনা এবিএস মামুন, প্রচার সম্পাদক মঞ্জুরুল হক, সহ প্রচার মো. মঈনুল হক।

এছাড়াও অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলমকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রভাষক মু. ঈসা কাদেরী, রাজীব ত্রিপুরা, ওমর ফারুক মুছা, সৈয়দ ইবনে রহমত।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: লংগদু, সাহিত্য পরিষদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন