parbattanews

লংগদু প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক মুছা ও সম্পাদক আরমান খান

রাঙামাটির লংগদু উপজেলায় কর্মরত সংবাদকর্মীদের একমাত্র সংগঠন ‘লংগদু প্রেসক্লাব’র নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক মুছা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আবু দারদা খান আরমান।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১১ টায় লংগদু প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. এখলাস মিঞা খান।

অতিথি হিসেবে বক্তব্য দেন গাঁথাছড়া বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ।

সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি আব্দুর রহিম, সহ-সাধারণ সম্পাদক দৈনিক মুক্ত খবর’র প্রতিনিধি আলমগীর হোসেন, অর্থ সম্পাদক দৈনিক অধিকার পত্রিকার প্রতিনিধি গোলামুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক বিজয়ের বাণী পত্রিকার প্রতিনিধি আরাফাত বেলাল।

এছাড়াও কার্যকরী কমিটির সদস্য হয়েছেন রাকিব হাসান, তরিকুল ইসলাম তারা, সাকিব আলম মামুন, বিপ্লব ইসলাম, এবিএস মামুন, সুমন তালুকদার, নুরুল ইসলাম প্রমুখ।

পাশাপাশি লংগদু প্রেসক্লাবের পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার প্রতিনিধি প্রবীন সাংবাদিক মো. এখলাস মিঞা খান, অন্যান্য উপদেষ্টারা হলেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহসম্পাদক সৈয়দ ইবনে রহমত, সময় টিভির স্টাফ রিপোর্টার সৈয়দ হেফাজত সবুজ, চ্যানেল টুয়েন্টিফোর রাঙামাটির প্রতিনিধি জিয়াউল হক, দৈনিক আলোকিত লংগদুর সম্পাদক এমএ আমিন।

Exit mobile version