parbattanews

লংগদু সেনামৈত্রী বিদ্যানিকেতনে যুক্ত হলো রিক্সা

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটির লংগদু সেনামৈত্রী বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের বহনে যুক্ত হলো রিক্সা। আর বাহন হিসেবে এ রিক্সা পেয়ে শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দের ফুলকি ঝড়ছে। এবার বুঝি কষ্ট লাঘবের দিন শেষ এমন দাবি শিক্ষার্থীদের।

সোমবার (২৭নভেম্বর) সকালে লংগদু সেনামৈত্রী বিদ্যানিকেতন কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসার সুবিধার্তে দু’টি রিক্সা উপহার দিয়েছে লংগদু সেনা জোনের পক্ষ থেকে জোন কমান্ডার লে. কর্নেল মো. আব্দুল আলীম চৌধূরী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও সেনামৈত্রী বিদ্যানিকেতন পরিচালনার কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন, জোনের সেনা অফিসার মেজর আবু সাঈদ, জেলা পরিষদের সদস্য জানে আলম, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার চাকমা, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিব ত্রিপুরা, ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মণি শংকর চাকমা প্রমুখ।

লংগদু জোন কমান্ডার লে. কর্নেল মো. আব্দুল আলীম চৌধূরী বলেন, দুর্গম পার্বত্য উপজেলা লংগদুতে যোগাযোগের জন্য তেমন কোন ব্যবস্থা নেই। এ উপজেলার যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে ভাড়ায়চালিত মোটরসাইকেল। তাই অনেক সময় শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে নানা ভোগান্তি পৌহাতে হয়। এজন্য জোন কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্কুলে আসার সুবিধার্তে এ রিক্সগুলো উপহার দিয়েছে। জোন কমান্ডার আরো বলেন, আশাকরি এ রিক্সা দু’টি শিক্ষার্থীদের স্কুলে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

লংগদু সেনামৈত্রী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক স্বপন কুমার চাকমা বলেন, ২০১০ সালে মাত্র ৮৮জন শিক্ষার্থী নিয়ে লংগদু সেনা জোনের উদ্যোগে এ বিদ্যালয়টি যাত্রা শুরু করে। নানা সমস্যা পেরিয়ে এ বিদ্যালয়টি বর্তমানে এ উপজেলার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপিঠ হিসেবে স্থান করে নিয়েছে। আর সেনাবাহিনী কর্তৃক এ রিক্সা দু’টি আমাদের শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে আসতে অন্যতম ভূমিকা রাখবে।

Exit mobile version