parbattanews

লকডাউনে কাপ্তাইয়ে কঠোর অবস্থানে পুলিশ

রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে লকডাউনের দ্বিতীয় ধাপে কঠোর অবস্থানে আছেন পুলিশ সদস্যরা। বুধবার ( ১৪ এপ্রিল) সকাল থেকে কাপ্তাইয়ের প্রবেশ মুখ রেশম বাগান এলাকায় কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা সড়কে অবস্থান নিয়েছেন।

এসময় প্রয়োজনীয় ব্যতীত কোন যানবাহনকে কাপ্তাইয়ে প্রবেশ করতে দেয় নাই পুলিশ সদস্যরা। এছাড়া লকডাউন বাস্তবায়নে উপজেলা সদর বড়ইছড়ি, কাপ্তাই নতুনবাজার, কেপিএমসহ গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ সদস্যদের টহল দিতে দেখা গেছে। কাপ্তাইয়ের বিভিন্ন সড়কে গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। লোকজন এবং যানবাহন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।

এদিকে লকডাউন বাস্তবায়নে কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশ এর সদস্যরা রাইখালী বাজার, ফেরিঘাট, বড়খোলাপাড়া, কারিগর পাড়া, বাঙ্গালহালিয়াসহ গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নিয়ে লকডাউন বাস্তবায়ন করছেন।

Exit mobile version