লকডাউনে নাইক্ষ্যংছড়িতে প্রশাসন-বিজিবি-পুলিশের টহল জোরদার

fec-image

নাইক্ষ্যংছড়িতে লকডাউনের দ্বিতীয় দিনেও প্রশাসনের টহল জোরদার করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) সকাল থেকে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ দল উপজেলার অলি-গলিতে টহল দিতে দেখা গেছে। উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী মো. সাজ্জাদ জাহিদ রতন উপজেলা সদর, সোনাইছড়ি ও ঘুমধুমের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এ সময় মাস্ক না পড়ার দায়ে ৪ জনকে ৫০০ টাকা জরিমানা করেন তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নবাগত নির্বাহী অফিসার বেগম সালমা ফেরদৌস বলেন, ১৪ দিনের লকডাউন শুরু হয় গত ২৩ জুলাই শুক্রবার থেকে। আর তার নাইক্ষ্যংছড়িতে ইউএনও হিসেবে কর্মদিবস শুরু হয় একই দিনে। সুতরাং শুক্রবার ও শনিবার এ দু’ দিন তার জন্য কঠিনতম একটি সময়। প্রথম দিন তিনি উপজেলার বিভিন্ন অলিতে-গলিতে ঘুরে ঘুরে দেখেছেন এবং স্বাস্থ্য বিধি সম্পর্কে সবাইকে সচেতন করছেন। পাশাপাশি মাস্কও বিতরণ করেছেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, নাইক্ষ্যংছড়িতে কঠোর ভাবে লকডাউন পালিত হচ্ছে। উপজেলার ১২টি স্থানে পুলিশের বিশেষ টিমের পাহারা বসানো হয়েছে। তারা সবকিছু কঠোরভাবে নজরদারিতে রেখেছেন।

তিনি আরও বলেন, সরকার নির্দেশিত সবধরনের বিধি নিষেধ পালনের চেষ্টা করা হচ্ছে নাইক্ষ্যংছড়িতে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন