parbattanews

লক্ষ্মীছড়িতে অটিজম বিষয়ে সচেতনতামূলক কর্মশালা

UePnMMP copy

লক্ষ্মীছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অটিজম বিষয়ে সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমাবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালায় অনুষ্ঠিত হয়।

কর্মশালয় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যার সুপার জ্যোতি চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়ছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালনক মো. শাহজাহান। অনুষ্ঠানে সভপিতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবুল বাশার পাঠোয়ারী। লক্ষ্মীছড়ি উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মনোয়ার হোসেন অটিজম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনায় অটিজম কি। প্রতিরোধের উপায়। স্নায়ূ বিকাশ জনীত সমস্যাভুক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি করা। অটিজম শিশুদের অবহেলার চোখে না দেখা। সময় মত ডাক্তারের স্মরনাপন্ন হওয়ার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতেই এই কর্মশালার লক্ষ্য উদ্দেশ্য বলে বক্তরা বলেন।

Exit mobile version