parbattanews

লক্ষ্মীছড়িতে আর্ন্তজাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

স্টাফ রিপোর্টার:

‘রুখবো দুর্নীত গড়ব দেশ-হবে সোনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় এক মানববন্ধন হয়েছে। উপজেলা প্রধান সড়কে আয়োজিত ৪৫ মিনিটের এই মানববন্ধনে সকল শ্রেলী পেশার মানুষ অংশ গ্রহণ করে।

এছাড়াও উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি বাবু দশরথ তালুকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতোরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো: মোবারক হোসেন, সাবেক আওয়ামীলীগ সভাপতি আবুল হাসেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লেলিন কুমার চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা বেগম, লক্ষ্মীছড়ি কলেজের ভার প্রাপ্ত অধ্যক্ষ মো: সফিউল্লাহ মীর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: সফিউল আলম ছাড়াও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি হরিরঞ্জন সাহা, রিংকু দাশ, শহিদুল ইসলাম, হাফেজ মো: ইদ্রিস আলী, সুয়েদেব চাকমাসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মাববন্ধনে অংশ নেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংক্ষিপ্ত আলোচনা করা হয়।

Exit mobile version